নিজস্ব প্রতিবেদক :মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের “বড়চেগ ছয়কুট প্রবাসী সংগঠন” এর পক্ষ থেকে বড়চেগ তাওয়াক্কুলিয়া হাফিজিয়া মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থীদের মাঝে কিতাব বিতরণ করা হয়। কিতাব বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ৭ নভেম্বর সকাল সাড়ে ১০টায়। আব্দুস সামাদ খানের সভাপতিত্বে মাও: আবুল খায়েরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, ইউপি সদস্য মাহমুদ আলী, মাও: লুৎফুর রহমান কামালী, আছকন আলী,মাহমুদ আলী, হারুন রশীদ, সিরাজুল ইসলাম বুলবুল, মাও: সামছুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্তিত ছিলেন, আব্দুর রউফ, বশির মিয়া, আং শহীদসহ তাওয়াক্কুলিয়া মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের অভিবাক এলাকা মুরব্বিয়ানরা। এসময় ৬০ জন শিক্ষার্থীদের মাঝে কিতাব তুলে দেওয়া হয়। বড়চেগ ছয়কুট প্রবাসী সংগঠন এর সমৃদ্বি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply