নিজস্ব প্রতিবেদকঃগুডনেইবারস বাংলাদেশ (জিএনবি) শিক্ষাকর্মসূচীর আওতায় শিক্ষক উন্নয়নে ও বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মান জনক ইউনেস্কো-হামদান পুরস্কার (৮ম সংস্করণ) অর্জন করেছে। বিশ্বব্যাপী শিক্ষা দান এবং শেখার মানকে উল্লেখযোগ্য ভাবে উন্নত করতে উদ্ভাবনী অনুশীলন গুলিকে বিশেষভাবে গুরুত্ব দেয়ার জন্য প্রতি দুইবছর অন্তরই উনেস্কো এই পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করে থাকে। এ বছর প্রায় ৩০০জন আবেদনকারীর মধ্যে ইউনেস্কো এই পুরষ্কারের জন্য বিশ্বের ১০টি সংস্থাকে মনোনীত করেছে।
গত শুক্রবার (৪অক্টোবর) ২০২৪ ইউনেস্কো বিশ্ব শিক্ষক দিবস এবং ইউনেস্কো-হামদান পুরষ্কার বিতরণ অনুষ্ঠান, ইউনেস্কো প্রধান কার্যালয় প্যারিস, ফ্রান্সে আয়োজন করেছে। যেখানে তিনজন বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এর মধ্যে গুড নেইবারস বাংলাদেশকে প্রথম বিজয়ী হিসাবে ঘোষণা করা হয় এবং গুডনেইবারস বাংলাদেশ এর পক্ষে পুরুষ্কার গ্রহণ করেন গুডনেইবারস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর এম মাঈন উদ্দিন মইনুল।
পুরষ্কার পরবর্তীতে কান্ট্রিডিরেক্টর সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করে বলেন, এসময় তিনি ইউনেস্কো, হামদান ফাউন্ডেশন সহ সকলকে ধন্যবাদ দেন।
তিনি বলেন, এই অর্জন আমাদের কঠোর পরিশ্রমী শিক্ষকদের জন্য একটি মহান স্বীকৃতি যারা শুধু মাত্র পড়ান না তারা সমস্ত বৈষম্য, অবিচার এবং অপর্যাপ্ত তার বিরুদ্ধে লড়াই করেন যা বাংলাদেশকে বাল্যবিবাহ এবং শিশু শ্রমের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য করেছে। তাই এটা শুধু সিভিল সোসাইটির লড়াই নয়, তাই এনজিও সহ সারা বাংলাদেশের লড়াই। এই লড়াইয়ে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য ইউনেস্কো ও হামদান ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ। এটি একটি দূর্দান্ত স্বীকৃতি এবং এই অর্জন ২১শতকে অধিকার-ভিত্তিক শিক্ষার জন্য শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ক্ষমতায়ন করে আরও বেশি দায়িত্বের আহ্বান জানান।
Leave a Reply