বউয়ের ভুল
সহজ কথা সহজ হবে
সহজ ভাবে ছেড়ে দিলে,
লবণ ছাড়া খাবে গিলে
হাসি মুখে যাবে মিলে।
বউ কতো ভুল করে
ধরলে তুমি যাবে মরে
ক্ষমা দিও তাঁরে করে
শান্তি আসবে সকল ঘরে।
সব কিছু এনে দিলে
বউয়ের কি মন মিলে?
নারে ভাই ক্ষমা চাই
ভাবি বসে দিলে দিলে।
লিখেছেন,শেখ শাহ্ জামাল আহমদ
মৌলভীবাজার।
Leave a Reply