বৈশাখী ঝড়ে
সোনার ফসল মাঠে ছিলো
নিয়ে গেলো ঝড়ে,
নৌকা নিয়ে বৈঠা হাতে
এসে ছিলাম ঘরে।
ঘরটা আমার নড়েচড়ে
ঝড়ো হাওয়ায় পড়ে,
কালো মেঘে বিদ্যুৎ চমকায়
মনটা কেমন করে।
ধমকা বাতাস বইছে জোরে
হাঁটতে শরীর কাঁপে,
বাজ পড়লে মাথায় এসে
পড়ে থাকবো ঝাপে।
দালান ঘরে থাকো তুমি
পায় না কভু ঝড়ে,
রোদ বৃষ্টি সবই আমরা
সইছি এমন করে।
লিখেছেন, শেখ শাহ্ জামাল আহমদ
মৌলভীবাজার।
Leave a Reply