নিজস্ব প্রতিবেদক :
হাকালুকি হাওর পারের বড়লেখার কানুনগো বাজারে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই লক্ষাধিক টাকার অবৈধ ম্যাজিক জাল জব্দ করেছে।
এসময় একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও অপর এক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন।
এসময় বড়লেখা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জনসমক্ষে জব্দ জাল পুড়িয়ে ফেলা হয়।সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন জানান, মৎস্য সংরক্ষণ বাস্তবায়ন নিশ্চিতকরণে হাকালুকি হাওরপারের বিভিন্ন বাজারে কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে বড়লেখার কানুনগো বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও অপর এক ব্যবসায়ীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply