নিজস্ব প্রতিবেদক:
ইসলাম শান্তির ধর্ম। আল্লাহ এক ও অদ্বিতীয়। হজরত মোহাম্মদ মোস্তফা (স:) আল্লাহর পেরিত নবী ও রাসুল।এই বাক্যে বিশ্বাস এনে যুক্তরাজ্যের লন্ডনে ৩জন খ্রিস্টান যুবক ইসলাম ধর্মগ্রহণ করেছেন।যুক্তরাজ্যের দি ব্রিটিশ মুসলিম স্কুলের প্রিন্সিপাল ও বার্মিংহাম হ্যান্ডসওয়ার্থ জামে মসজিদের খতীব মাওলানা এম এ কাদির আল হাসানের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা।শুক্রবার (২৪ মার্চ) বার্মিংহাম হ্যান্ডসওয়ার্থ জামে মসজিদে জুম্মাআর নামাজ শেষে তারা ইসলাম গ্রহণের জন্য উপস্থিত হলে খতীব মাওলানা এম এ কাদির আল হাসান তাদেরকে কালিমা পাঠ করান। এসময় তারা পৌত্তলিকতার ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম কবূল করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।পরে মাওলানা কাদির আল হাসান উপস্থিত মুসল্লিদেরকে নিয়ে নব মুসলিমদের জন্য বিশেষ মুনাজাত করেন এবং যুবকদের নাম রাখেন যথাক্রমে মোহাম্মদ উমর, মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ আলী।এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে বিভিন্ন ধর্মপ্রাণ মুসলমানেরা নওমুসলিমদের স্বাগত জানিয়ে অভিনন্দন বার্তা পোস্ট করেন।প্রসঙ্গত, মওলানা কাদির আল হাসান সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার কায়েস্তঘাট চক হাড়িয়ারগাও এর কৃতিসন্তান।
Leave a Reply