নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের কুলাউড়ায় ১ হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (২৫ ডিসেম্বর) জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে কুলাউড়া থানাধীন রবির বাজার মাইক্রো স্ট্যান্ড এর সামনে থেকে ইয়াবাসহ আটক করা হয়।
আটাক হওয়া ইয়াবা ব্যবসায়ী পৃথিমপাশা ইউনিয়নের গনকিয়া গ্রামের মৃত মহরম আলীর ছেলে মখলিছ মিয়া (৩৫)।
অভিযানে অংশ নেন কুলাউড়া থানার এএসআই তপন দেব, তাজুল ইসলামসহ থানা পুলিশের চৌকস একটি টিম।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, সিলেট রেঞ্জের ডিআইজি ও মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মাদক মুক্ত দেশ গড়ার অঙ্গীকারে বদ্ধপরিকর। আমরা তাদের নির্দেশনায় কুলাউড়া থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। আর এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে ১০১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মখলিছ’কে আটক করা হয়েছে। তিনি আরো জানান মাদকবিরোধী অভিযান কুলাউড়া থানা এলাকায় অব্যাহত থাকবে।
Leave a Reply