প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উদ্বুদ্ধকরন সংক্রান্ত বিষয়ে প্রেস কনফারেন্স করেছে মৌলভীবাজারে জেলা প্রশাসন।
সোমবার ৫ ডিসেম্বর সকালে মৌলভীবাজার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
এসময় জানানো হয়, পরিসংখান অফিসের তথ্য মতে ২০০৫ সাল থেকে চলতি বছর পর্যন্ত ২লক্ষ ৫২৪ জন প্রবাসীদের তালিকা করা হয়েছে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলাগুলোর ইউএনও, ইউপি চেয়ারম্যানসহ সকলকে সম্পৃক্ত করা হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ১০ জনের ঠিকানা সংগ্রহ করে বাড়ি গিয়ে ওয়ার্টআপ, ই-মেইলসহ প্রয়োজনীয় তথ্য নিয়ে কাজ শুরু করা হয়েছে।
এরপর ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত প্রবাসীদের সাথে যোগাযোগ করে তাঁদেরকে উৎসাহিত করে হুন্ডি বা অবৈধ পথে যেনো তাঁরা টাকা না পাঠান সে বিষয়ে অনুরোধ করা হয়েছে।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মোহাম্মদ জাহিদ আখতার, টেলিভিশন সাংবাদিক ফোরামের আহবায়ক সৈয়দ মহসীন পারভেজ।
Leave a Reply