অগ্রযাত্রা সংবাদ ঃ
অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পরিস্থিতি নিয়ে মৌলভীবাজার জেলার ‘জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র জরুরী সভা অনুষ্ঠিত।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে রাত ৯:০০ টায় মৌলভীবাজার জেলার ‘জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসক, মৌলভীবাজার জেলা পরিষদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র, সি ই ও, জেলা পরিষদ, মৌলভীবাজার, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পানি উন্নয়ন বোর্ড, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্থানীয় সরকার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সড়ক বিভাগ, ফায়ার ব্রিগেডের প্রতিনিধিসহ জেলা পর্যায়ের সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অতিবৃষ্টির কারণে সম্ভাব্য ভূমিধস এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি ও করণীয় বিষয়ক আলোচনা হয়।
Leave a Reply