আব্দুল বাছিত খানঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক চা শ্রমিক সন্তানের মৃত্যু হয়েছে। ঘটনাটি ১৪ জুন মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চাবাগানের মোকাম টিলা এলাকায় ঘটেছে। স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, এলাকার বিজয় মাঝি এর দুই পুত্র নিপেন মাঝি ও গোবিন্দ মাঝি বৈরী আবহাওয়ার মধ্যে কৃষি জমিতে কাজ করতে ছিলেন, বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলে গোবিন্দ মাঝি (২২) এর মৃত্যু হয়। জমির অপর প্রান্তে সাথে থাকা বড় ভাই নিপেন মাঝি অজ্ঞান হন এর বেশী কোন ক্ষতি হয়নি।
এব্যপারে স্থানীয় ইউপি সদস্য বাবু ধনা বাউরী নিশ্চিত করে বলেন, নিহত গোবিন্দ মাঝি বাগানের একজন চা শ্রমিক সন্তান।
Leave a Reply