কমলগঞ্জ প্রতিনিধি:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রম নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে বুধবার (৯ সেপ্টেম্বর) আদমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।
আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন এর সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান. ইন্সপেক্টর তদন্ত সুধীন চন্দ্র দাস, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, এস আই শহিদুর রহমান. এএসআই সাইদুজ্জামান।
Leave a Reply