মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজার জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে আজ ০৯.০৯.২০২০ তারিখ বুধবার বিকাল ০৪.০০ থেকে ৬.০০ ঘটিকা পর্যন্ত মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট ও কুলাউড়া রোড এলাকায় গণপরিবহনে শৃঙ্খলা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করার উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ৷ এ সময় গণপরিবহনের জন্য সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত ব্যবস্থা না নেওয়া, অতিরিক্ত ভাড়া আদায়, লাইসেন্স/ফিটনেস না থাকা ইত্যাদি অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক ২৭ জন ব্যক্তিকে ২৭টি পৃথক মামলায় সর্বমোট ১২,৪০০/- টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: হারুন অর রশিদ,জনাব মো. আরিফুল ইসলাম, জনাব মো: তানভীর হোসেন,বেগম আসমা উল হুসনা, বেগম সানজিদা রহমান,বেগম মৌসুমী আক্তার, বেগম হুমায়রা সুলতানা, জনাব অর্ণব মালাকার এবং বেগম শামীমা আফরোজ মারলিজ।
Leave a Reply