ডেস্ক রিপোর্ট :: পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ পিপিএম-বার নির্দেশনায় অদ্য ০৬/০৯/২০২০ ইং তারিখ কমলগঞ্জ থানাধীন ০৯নং বিটে (ইসলামপুর) মাদক,বাল্য বিবাহ,ইভটিজিং ও করোনা ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও এস আই ফজলে এলাহী এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত), সুধীন চন্দ্র দাশ, এএসআই আনিছুর রহমান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।এলাকায় চুরি,ডাকাতি রোধে পুলিশের পাশাপাশি রাত্রি কালে তাহাদের এলাকায় পাহাড়া দিবে এবং মাদকদ্রব্য সহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সাহায্য করবে মর্মে উপস্থিত লোকজন অঙ্গীকার করেন।পুলিশ তাহাদের কাঙ্খিত মাত্রায় সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply