মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের বাহারগন্জ বাজার (জগৎসী) আল হাবীব মানব কল্যান ট্রাস্ট এর উদ্দ্যোগে ও আয়োজনে ফ্রী মেডিকেল সার্ভিস এর আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৩ ঘটিকা পর্যন্ত এ সেবা চলবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন, সকাল ১০ ঘটিকায় কার্যক্রম শুরু থেকে এ কাজে নিয়োজিত- রয়েছেন আল হাবীব মানব কল্যান ট্রাস্ট এর সভাপতি ডাঃ সৈয়দ ফকরুল আলম, সহ সভাপতি মোঃ মহিবুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, ট্রাস্ট ডিরেক্টর মোঃ আব্দুল জলিল, ট্রাস্ট বোর্ডের সদস্য, মোঃ মুহিদ মিয়া,ইউ পি সদস্য ৮ নং ওয়ার্ড ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন, ট্রাস্ট বোর্ডের সদস্য, মোঃ জাবেদ আহমদ, ইউ পি সদস, ৯ নং ওয়ার্ড ১১ নং মোস্তফাপুর ইউনিয়ন, মশাহিদ হোসেন, ইউ পি সদস্য ৮ নং ওয়ার্ড ৯নং আমতৈল ইউনিয়ন। ফ্রী মেডিলেল টিম কর্তৃপক্ষের সাথে আলাপকালে তারা বলেন, “আমরা আমাদের সাধ্য অনুযায়ী এ সেবার আয়োজন করেছি আশা করছি এই সেবা আমরা আগামীতে চালিয়ে যাব, আর উপকারভোগীর উপস্হিতি আমাদের অনুপ্রেরনা জাগিয়েছে।” কয়েকজন উপকারভোগীর সাথে আলাপকালে জানা যায় তারা আল হাবীব মানব কল্যান ট্রাস্ট এর উদ্দোগকে স্বাগত জানিয়েছেন। আল হাবীব মানব কল্যান ট্রাস্ট এর সেচ্ছাসেবক মোঃ জসিম উদ্দীন বলেন আমরা এ কার্যক্রম শুরু থেকে ৩০ জন সেচ্ছাসেবক নিয়োজিত- রয়েছি মানবতার কল্যানে। আর আশা করছি এই সুবিধা ৩০০ থেকে ৪০০ মানুষ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ ও জেলা টিম সমন্নয়কারী সুমন আহমদ উপস্হিত ছিলেন।
Leave a Reply