মোঃ আজিজুল ইসলাম: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ মোঃ আবু জাফর রাজু মৌলভীবাজার টাউন কামিল মাদরাসায় শুভাগমনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) দুপুরে টাউন কামিল মাদরাসা মিলনায়তনে গভর্নিং বডির সহ-সভাপতি আলহাজ্ব মুহিবুর রহমান তরফদারের সভাপতিত্বে ও মাওলানা এমএ আলীম এর সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মাদরাসা অধ্যক্ষ মুফতি মাওলানা শামছুল ইসলাম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম,বকশী ইকবাল আহমদ, সৈয়দ জয়নাল আবেদীন,গভর্নিং বডির সদস্য সৈয়দ মুজাম্মিল আলী শরিফ, শেখ নুরুল ইসলাম, মাওলানা সৈয়দ করম আলী,মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,মাদরাসা প্রভাষক মাওলানা আব্দুর রহিম, মাওলানা মুহিবুর রহমান, বদরুল হোসেন, শিক্ষক মাওলানা ওহিদুজ্জামান, মাদরাসা ছাত্র মামুনুর রশীদ, আফছার ইবনে রহীম, আজিজুল ইসলাম রিয়াদ, সৈয়দ শাহেদুল ইসলাম প্রমুখ।
Leave a Reply