অগ্রযাত্রা সংবাদ ঃ ভাষা মানুষের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম। ভাষার কারণেই প্রাণিকুলের অন্যান্য প্রজাতি থেকে মানুষ আলাদা। একটা শিশু জন্মের পর তার মায়ের মুখ থেকে যে ভাষা শোনে, সেই ভাষার সঙ্গে তৈরি হয় তার আত্মিক সম্পর্ক। সেই ভাষা হয়ে উঠে তার ভীষণ আপন। তার মাতৃভাষা। পৃথিবীর ইতিহাসে বাঙালিই একমাত্র জাতি, যারা রক্ত ঝরিয়েছিলেন মাতৃভাষায় কথা বলার জন্য। মায়ের ভাষায় কথা বলার জন্য বাঙালির সেই আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ জাতিসংঘও ২১ ফেব্রুয়ারিকে দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। আমাদের এ আত্মত্যাগের কথা ছড়িয়ে গেছে সারাবিশ্বে। জাতিসংঘের উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশ এ দিনকে নিজেদের মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে; যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। মহান এই দিনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব পক্ষ থেকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি জাফর ইকবাল, সহ সভাপতি দুরুদ আহমদ, সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ। অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল বাছিত খান, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, আব্দুল মুকিত ইমরাজ, চিনু রঞ্জন দাস, জোবায়ের আহমেদ, নাসরিন প্রিয়া, সৈয়দ মোয়াজ্জেম আলী, মোঃ রাশেদ আহমেদ, রিপন আহমদ, জাহেদুল হক পাপ্পু, ফজলুর রহমান প্রমুখ।
Leave a Reply