মৌলভীবাজার প্রতিনিধিঃ করোনায় আক্রান্ত হয়ে মৌলভীবাজার সদর উপজেলার ৮নং কনকপুর ইউনিয়নের দামিয়া গ্রামের মৃত সাদাত হোসেন (৬৬) করোনায় আক্রান্ত হয়ে সোমবার (৩০আগস্ট) রাত ৩,৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম এর নির্দেশনায় ও ৮নং কনকপুর ইউনিয়ের চেয়ারম্যান রেজাউর রহমান চৌধুরী রেজা এর সার্বিক সহযোগিতায় মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করল তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার।
মৃত ব্যক্তির গোসল, কাফন ও দাফন কাজে দায়িত্বরত ছিলেন তাকরীম ফিউনারেল এর টিম প্রধান সাইফুল ইসলাম সরকার জুনেদ,,মাওলানা মাহফুজুর রহমান, আলমগীর আহমদ, মোঃ জসিম উদ্দীন, মোঃ শিপন,সেলিম আহমদ,আব্দুর রশিদ, শাহিন আহমদ, উপস্থিত ছিলেন ।৩০আগষ্ট মংঙ্গলবার সকাল ১১.০০ মরহুমের বাসভবন এর সম্মুখে সামাজিক দূরত্ব বজায় রেখে জানাযার নামাজ অনুষ্টিত হয়,জানাযার নামাজে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্হিত ছিলেন।
পরে মৃত সাদাত হোসেনকে উনার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য যে মৃত সাদাত হোসেন ৮নং কনকপুর ইউনিয়ের দামিয়া গ্রামের মৃত ইনসান উল্লাহর পুত্র ও ৮নং কনকপুর ইউনিয়ের ৪নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শিব্বির আহমদ এর চাচাতো ভাই। উল্লেখ্য যে, কোভিড -১৯ (সন্দেহভাজন বা নিশ্চিত রোগে) দাফন কাজে নিয়োজিত মৌলভীবাজার জেলায় প্রতিষ্টিত ১ম সেচ্ছাসেবী সংগঠন, তাকরীম ফিউনারেল ফাউন্ডেশন মৌলভীবাজার সদর উপজেলা সহ অন্যান্য উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ও করোনা উপসর্গ নিয়ে মৃত ২২ জনের দাফন সম্পন্ন করেছে।
Leave a Reply