অগ্রযাত্রা সংবাদ ঃ
৩য় বারের মত মেম্বার পদপ্রার্থী বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালীর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শ্রী ধনা বাউরী জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। ৫ম ধাপের ইউপি নির্বাচন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সবকয়টি ইউনিয়নে নির্বাচন আগামী ৫ জানুয়ারি বুধবার অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে প্রচারনার শেষদিন পর্যন্ত চলবে প্রার্থীদের দৌড়ঝাপ। এরমধ্যে ১নং রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড( মৃর্তিঙ্গা চাবাগান) থেকে ৩ বারের মত মেম্বার পদপ্রার্থী ফুটবল প্রতীক নিয়ে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। জনপ্রিয়তায় শ্রী ধনা বাউরী এগিয়ে রয়েছেন বলে জানান মৃর্তিঙ্গা চাবাগানবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, ১নং রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড (মৃর্তিঙ্গা চাবাগান) এর প্রতিটি লাইনে রয়েছে শ্রী ধনা বাউরীর ব্যাপক জনপ্রিয়তা। ভোটাররাও তার পক্ষে সাড়া দিচ্ছেন। ভোটাররাও মনের আনন্দে হাট-বাজারে শোভাযাত্রা করেন শ্রী ধনা বাউরীর পক্ষে। ভোটারদের মুখে মুখে ফুটবল প্রতীকের আলাপ আলোচনা শোনা যাচ্ছে সর্বত্র ।
মেম্বার পদপ্রার্থী শ্রী ধনা বাউরী বলেন, ১নং রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ চা শ্রমিকরা আমার সাথে আছেন। আমি চা শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন সংগ্রাম করছি তাদের জীবন মান উন্নয়নের জন্য। আমার বিশ্বাস এবারো বিপুল ভোটে ৩য় বারের মত মেম্বার নির্বাচিত করবে আমার ওয়ার্ডবাসী।
Leave a Reply