স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৌরশহরের স্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় মোঃ ফরহাদ আকন্দ।গত ৭ ই নভেম্বর রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ উপজেলার পৌর শহরের জগথা স্টেশনপাড়া গ্রামের মোঃ মাসুদ রানার বসতবাড়ি তল্লাসি করে ১২ বোতল ফেন্সিডিল জব্দ করে মাসুদ রানাকে আটক করে মাদকদ্রব নিয়ন্ত্রন অধিদপ্তর ঠাকুরগাঁও পরিদর্শক।পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ঠাকুরগাঁও এর পরিদর্শক জনাব মোঃ ফরহাদ আকন্দ বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে। সোমবার দুপুরে আসামিকে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করেন।
Leave a Reply