ভ্রষ্ট দ্বিপাদ জনপথ
————————————————————————
অগ্রযাত্রা সংবাদ :
শত কষ্টের মাঝেও খুঁজে ফিরি সান্ত্বনা, একটু সুখ
বেঁচে থাকার জন্য অনেক স্বপ্ন দেখি প্রতিনিয়ত,
কোনো কোনো সময় সফলতার মুখ দেখে আশান্বিত হই
আবার কোনো সময় দু’চোখ জুড়ে নামে অন্ধকার,
যেন ঝড়ের রাতে বিজলি চমকে গ্রাস করে কৃষ্ণগহ্বর।
অতীত স্মৃতির পাহাড় ডিঙিয়ে যাওয়া হয়না
প্রিয়জনের সান্নিধ্যও দুষ্প্রাপ্য যখন জগৎসংসারে —
অসহায় আর অবাঞ্ছিত মনে হয় নিজেকে তখন।
মনে হয় প্রতিদিনের সূর্যোদয়ও প্রহেলিকা —
জীবন-মরণও নির্দিষ্ট ছকে বাঁধা এক সন্ধিকাল।
বাঁচার আকুতি, স্বপ্ন, আশা কিংবা ব্যর্থতা জীবনের —
সবই কাফনে ঢাকা মানুষের গলিত শব,
রুগ্ন আত্মাদের ক্রমাগত ক্রুদ্ধ কণ্ঠস্বরে চেতনা জাগে
বেঁচে থাকা পোকামাকড়ের,
সুনীতি কিংবা মানবিক মূল্যবোধ তখন হাস্যকর
আর আমাদের দ্বিত্ব আচারে ভ্রষ্ট দ্বিপাদ জনপথ।
লিখেছেন, মোঃ বদরুল ইসলাম
মুন্সীবাজার,কমলগঞ্জ,মৌলভীবাজার।
Leave a Reply