অগ্রযাত্রা সংবাদ ঃ
মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি ও মৌলভীবাজার রানার্স ক্লাবের যৌথ আয়োজনে এবং মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগীতায় আজ (২৯ অক্টোবর) শুক্রবার বেঙ্গল কনভেনশন হল মৌলভীবাজার হাফ ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। এবারের হাফ ম্যারাথন প্রতিযোগীতায় ৬ শত প্রতিযোগী অংশ নেন। এবারের হাফ ম্যারাথনে ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার এই দুই ক্যাটাগরির দূরত্বের দৌড় হয়। সকাল সাড়ে ছয়টায় মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণের মেয়র চত্বর থেকে দৌড় শুরু হয়। ২১ কিলোমিটার ক্যাটাগরিতে মেয়র চত্বর থেকে শুরু করে বর্ষিজুড়া ইকোপার্ক সড়ক,কালেঙ্গা সড়ক,কালেঙ্গা বাজার, দেওরাছড়া চা-বাগান হয়ে কমলগঞ্জের ছয়ছিড়ি দীঘি পর্যন্ত থেকে পুনরায় মেয়র চত্বর আসতে হয়। অন্য দিকে ১০ কিলোমিটার দৌড় হয় মেয়র চত্বর থেকে একই সড়ক ধরে দেওরাছড়া চা-বাগানের একাত্তরের বধ্যভূমি হয়ে আবার মেয়র চত্বর। পরে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে পুরষ্কার বিতরন করা হয়। পুরষ্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভা মেয়র ফজলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান প্রমূখ। ফিনিশারদের “চা কন্যা” মেডেল দেওয়া হয় যা মৌলভীবাজার জেলার পর্যটন এবং মৌলভীবাজার জেলার প্রতিনিধিত্ব করে। এছাড়া ফিনিশারদের ক্রেষ্ট,উত্তরীয়,মেয়েদের সেলাই মেশিন দেওয়া হয় এবং অংশগ্রহনকারী সবাইকে টি-শার্ট ও মেডেল দেওয়া হয়।
Leave a Reply