মো:মুক্তাদির হোসেন, গাজীপুর, কালীগন্জ উপজেলা প্রতিনিধি।
গাজীপুর এর কালীগন্জ পৌরসভাধীন উওর দূর্বাটি গ্রামের মো; হেকিম আকন্দ এর বাড়ীর পশ্চিম পার্শ্বের পুকুরে বিগত ১৩/১০/২০২১ইং রোজ বুধবার রাএে যে কোন সময় অজ্ঞাতনামা কে বা কাহারা আমার পুকুরে বিষ(,কিটনাশক ) দিয়ে পুকুরের মাছ চাষ এর প্রায় ৪৫,০০০ হাজার টাকার মাছের ক্ষতিসাধন করে,পরবর্তীতে গত ১৭/১০/২০২১ইং রোজ শনিবার বিকাল অনুমানিক ০৪ ঘটিকার সময় আমার বাড়ির বসত ঘর এর পশ্চিম পার্শ্বে পাট মজুদ রাখা টিনের চালা ঘরের বেড়ায় কে বা কহারা আগুন লাগিয়ে দেয়,আগুন দেখিয়া আমার বাড়ির লোকজন,এর ডাক চিৎকারে আশে পার্শ্বের লোক জন এসে পুকুর থেকে পনি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, এতে প্রায় ৪০,০০০হাজার টাকার পাট পুরে গেছে,এতে আমার প্রায় ৯৫,০০০হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে , বিষটি আমার পরিবারের লোকজন,ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তির সাথে আলাপ আলোচনা করে আজ ২২/১০/২০২১ইং রোজ শুক্রবার বিকলে কালীগন্জ থানায় আসিয়া অভিযোগ করতে বিলম্ব হল,এবিষয় এ মামলার এই বিষয়ে আমাদের প্রতিনিধি কে বলেন তদন্তকারী কর্মকর্তা এস আই কামাল হোসেন বলেন,আমাকে ডিউটি অফিসার ফোন দিয়ে এই অভিযোগ বিষয়ে বলেছেন আমাকে এই অভিযোগ এর তদন্তকারী হিসাবে আই ও নিযোযুক্ত করেছেন,আমি গঠনা স্হল পরিদর্শন করে এই অভিযোগ এর ভিক্তিতে আইন আনুক ব্যবস্হা নিব।
Leave a Reply