নিজস্ব প্রতিবেদকঃ সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের নোয়াগাঁও নামকস্হানে মর্মান্তিক সড়ক দূূর্ঘটনায় নিহত ৩ যুবকের দাফন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের কৈতক জামে মসজিদ’র ময়দানে নিহত এ ৩ যুবকের নামাজে যানাজা সম্পন্ন হয়। যানাজা শেষে এ ৩ যুবকের মরদেহ গ্রামের পারিবারিক একটি কবরস্হানে সমাহিত করা হয়। কৈতক গ্রামের আংগুর মিয়ার পুএ লায়েক মিয়া (১৬),জালাল আহমদ’র পুএ হ্রদয় আহমদ রাফি (১৭), ও শফিক মিয়ার পুএ জামিল মিয়া (১৫) গত বুধবার রাতে একএে তারা ৬ সহকর্মী ২ টি মোটরবাইক নিয়ে সনাতন ধর্মালম্বীদের পুজো উৎসব দেখতে পাশ্ববর্তী শান্তিগন্জ অভিমূখে রওয়ানা দেয়। ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা দূরপাল্লার যাএীবাহী ঢাকাগামী বাসের সাথে মূখোমূখী সংঘর্ষে ঘটনাস্হলেই ৩ যুবক নিহত হয়। অপর মোটরবাইক যাএী পার্শ্ববর্তী খাঁদে পড়ে আহত হয়। দূূর্ঘটনাকবলিত গাড়ীটি গোবিন্দগঞ্জ’র এলাকা থেকে জয়কলস হাইওয়ে পুলিশ আটক করে গাড়ীর চালকসহ ক্যাম্পে নিয়ে আসে। এ ঘটনায় পুরোএলাকায় শোকের মাতম বিরাজ করছে। শোকাহত পরিবার’র সদস্যদেরকে প্রশাসন , এলাকার জনপ্রতিনিধিসহ এলাকাবাসী শান্তনা দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন। অকালে ৩ টি যুবক মর্মান্তিক সড়ক দূূর্ঘটনায় নিহত হওয়ায় পুরো এলাকায় বইছে শোকের ছায়া। যানাজা পূর্ব আলোচনায় নিহত ৩ যুবকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ’র সূযোগ্য চেয়ারম্যান মুরাদ হোসেন, ইউপি সদস্য আব্দুর রহিম, শোকাহত পরিবারের পক্ষে নাঈয়র আলী, জাহাংগীর আলম ও শফিক মিয়া। যানাজা নামাজে ঈমামতি করেন, কৈতক জামে মসজিদের ইমাম ও খতিব।
Leave a Reply