বগুরা প্রতিনিধি ঃ বগুড়া শেরপুর সীমাবাড়ী ইউনিয়ন মানবিক কল্যাণ সংগঠনের আয়োজনে ০১/১০/২০২১ ইং তারিখ রোজঃ শুক্রবার সকাল ৯ ঘটিকার সময় চান্দাইকোনা পাবনা বাজার সি এফ সি রেস্টুরেন্টে পবিএ কোরআন তেলোওয়াত ফাইনাল রাউন্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত কোরআন তেলোওয়াত ফাইনাল রাউন্ড অনুষ্ঠানে সভাপতি হিসাবে দায়িত্ব পালব করেন বগুড়া শেরপুর সীমাবাড়ী ইউনিয়ন নিশিন্দারা গ্রামের কৃতি সন্তান মানবতার ফেরিওয়ালা বেটখৈর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মোঃ সুরুজ সরকার যুগ্ন দায়রা জজ, টাংঙ্গাইল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মোস্তফা ইকবাল, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হালিম মল্লিক সহকারী প্রকৌশলী, মিরপুর,সেনানিবাস, ঢাকা। বগুড়া শেরপুর সীমাবাড়ী ইউনিয়ন মানবিক কল্যাণ সংগঠন এক সেচ্ছাসেবী সংগঠন – ইতিমধ্যেই সীমাবাড়ী মানবিক কল্যাণ সংগঠন অনন্য নজীর দৃষ্টান্ত স্হাপন করেছেন। সীমাবাড়ী মানবিক কল্যাণ সংগঠনের সকল সদস্য একএিত হয়ে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়ে লিরলস ভাবে সেবা ও তাঁদের খাদ্য বস্তু বিতারণ করে আসছে। সীমাবাড়ী মানবিক কল্যাণ সংগঠনে উদ্যেগে পবিএ কোরআন তেলোওয়াত ফাইনাল রাউন্ডে সম্মানিত প্রধান অতিথি মোঃ সুরুজ সরকার প্রথম স্হান অর্জন কারীকে নগদে ১০০০ হাজার টাকা, অতিরিক্ত আরো ৫০০ টাকা, একটা কোরআন শরীফ ও একটা সম্মাননা ক্রেষ্ট হাতে তুলে দিলেন। দ্বিতীয় বিজয়কারীকে মোঃ আব্দুল হালিম মল্লিক নগদে ৫০০০ টাকা, অতিরিক্ত আরো ৫০০ টাকা, একটা কোরআন শরীফ ও একটা সম্মাননা ক্রেষ্ট তুলে দিলেন, তৃতীয় বিজয় কে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গোলাম মোস্তফা ইকবাল নগদে ৩০০০ টাকা, একটা কোরআন শরীফ, ও একটা সম্মাননা ক্রেষ্ট তুলে দিলেন। সীমাবাড়ী ইউনিয়ন মানবিক কল্যাণ সংগঠন উদ্যেগে পবিএ কোরআন তেলোওয়াত ফাইনাল রাউন্ড অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মোঃ ফরিদুল ইসলাম আকন্দ সংক্ষিপ্ত বক্তব্য বলেন, বগুড়া শেরপুর সীমাবাড়ী ইউনিয়ন মানবিক কল্যাণ সংগঠন সীমাবাড়ী ইউনিয়নে এক উজ্জল নক্ষএ। সকল সদস্য নিজের উপার্জিত কিছু অর্থ গরীব মেধাবী মাদ্রাসা ছাএে হাতে তুলে দিয়ে থাকেন। তিনি বলেন মানুষের পাশে থেকে নিরলস ভাবে যেন কাজ করতে পারি, মানবিক কল্যাণ সংগঠনটি আরো সামনে দিকে এগিয়ে যাক- এমনটাই কামনা করেন তিনি। সীমাবাড়ী মানবিক কল্যাণ সংগঠনের সম্মানিত সভাপতি মোঃ জাকারিয়া আহমেদ বলেন, সবার অনুপ্রেরণা ও ভালবাসা পেলে আগামী ২০২২ সালে শেরপুর ও রায়গন্জ উপজেলা সকল মাদ্রাসা ছাএদের নিয়ে কোরআন তেলোওয়াত অনুষ্ঠান করবো ইনশাল্লাহ। সীমাবাড়ী মসনবিক কল্যাণ সংগঠনের সকল সদস্যদের নিজ অর্থারনে মানুষে পাশে দাঁড়িয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে এবং মেধাবী মাদ্রাসার ছাএ দের মুখে হাসি ফুটানোর সামন্য প্রচেষ্টা এই মানবিক কল্যাণ সংগঠনের সার্থকতা। সীমাবাড়ী ইউনিয়ন মানবিক কল্যাণ সংগঠন অসহায় হতদরিদ্র মানুষের পাশে আছে আর থাকবে ইনশাআল্লাহ।
।
Leave a Reply