নিজস্ব প্রতিবেদকঃ ঝালকাঠিতে আসন্ন শারদিয় দূর্গা পূজা উপলক্ষে দুস্থ অসহায়দের মাঝে বস্ত্র ও শ্রীমদ্ভগবদ গীতা দানের মধ্য দিয়ে ” সনাতনি একতা মানব কল্যান ফাউন্ডেশন ” এর উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত।১লা অক্টোবর শুক্রবার সকালে শহরের পাবলিক হরিসভা মন্দির প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক অলোক সাহার সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি সুব্রত চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক তরুন কর্মকার। বিভিন্ন জেলা থেকে আগত সনাতনি একতা মানব কল্যান ফাউন্ডেশনের সদস্যরা অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে সংগঠনের সাধারণ সম্পাদক অন্তর ভট্টাচার্য্যের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ৬৫জন দুস্থ অসহায়দের মাঝে ব্স্ত্র ও শ্রীমদ্ভগবদ গীতা বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট নির্মল চন্দ্র দে তরনী, পাবলিক হরিসভা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অসীত বরণ সাহা, বাংলাদেশ হিন্দু পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট কার্ত্তিক চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক সঞ্জীব রায়। এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সুকান্ত রায়,
তথ্য প্রযুক্তি সম্পাদক রামকুমার সরকার,
প্রচার সম্পাদক সাগর মালাকার, পরিকল্পনা সম্পাদক কমল চন্দ্র, দপ্তর সম্পাদক সুভজিৎ মালাকার, অর্থ সম্পাদক পীযূষ মালাকার, সহ-সাংগঠনিক সম্পাদক সঞ্জীব মালাকার, নারী বিষয়ক সম্পাদক পপি মালাকার, নির্বাহী সদস্য সাথী দেবনাথ, মিঠুন মালাকার সহ আরো অনেকে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রবীন চন্দ্র।
Leave a Reply