নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসাবে নিয়োগ পেয়েছেন এডভোকেট মিজানুর রহমান।
গত ৩০ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সলিসিটর অনুবিভাগের সহকারী সচিব মো. আব্দুছ সালাম মন্ডল কর্তৃক সাক্ষরিত স্মারকে তাকে নিয়োগ প্রদান করা হয়।
মিজানুর রহমানের মুঠোফোনে জানান, জেলার বিচার প্রার্থী জনগনের ন্যায় বিচার নিশ্চিত করতে তিনি কাজ করবেন বলে। তাকে নিয়োগ দেয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী এডভোকেট আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
এডভোকেট মিজানুর রহমান মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক তিন বারের সাধারণ সম্পাদক। এছাড়া তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
Leave a Reply