পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে (BDAID) উদ্যোগে বিক্সা চালক,দুঃস্থ অসহায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) বিকালে পৌরশহরের জুবিলী স্কুল সড়কে দাড়িয়ে বাংলাদেশ এসোসিয়েশন ফর ইনটেনসিভ ডেভেলপমেন্ট (BDAID) জেলা শাখার উদ্যোগে শহরের রিক্সা চালক, দু:স্থ ও অসহায় পথচারীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলোমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল অ্যাড. উজ্জ্বল বোস ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবিএম সাজাহান পারভেজ উপস্থিত থেকে পথচারীদের মাঝে মুখরোচক ইফতার বিতরন করেন। এসময় বাংলাদেশ এসোসিয়েশন ফর ইনটেনসিভ ডেভেলপমেন্ট পটুয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ হাসান শিকদার, সহ-সভাপতি মোঃ খাইরুল আহমেদ, সাধারন সম্পাদক মোঃ আল-আমিন শিকদার ও কোষাধ্যক্ষ মোঃ আবুল বাসারসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন এবং তারা ইফতার বিতরনে সার্বিক সহযোগীতা করেন ।
Leave a Reply