মাগুরা প্রতিনিধি:
বিশ্বজুড়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। মাগুরাতেও এই ভাইরাসটি ক্রমশ মারাত্মক আকারে ছড়িয়ে পড়ছে। এতে করে আক্রান্ত এবং মৃত্যুর হারও বাড়ছে।
এবার করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত অসংখ্য পরিবারের মধ্যে পরিত্র মাহে রমজান কে সামনে রেখে ইফতার সামগ্রি বিতরন করা হচ্ছে। মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণের ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন “হেল্পিং সেন্টার মাগুরা শাখা”। সোমবার মাগুরা শহরের বিভিন্ন গ্রামের অসহায় গরীব দুঃখী বয়স্কদের মধ্যে এই খাদ্য বিতরণ করা হয়। খাবার মধ্যে রয়েছে ছুলা , খেজুর , মুড়ি,স্যালাইন, চিনি সহ বিভিন্ন শুকনো খাবার।
মাগুরা হেল্পিং সেন্টারের সদস্য গণ বলেন, এমন কিছু মানুষ রয়েছেন, যারা দুঃসময়ে মুনাফা লুটে নেয়ার পন্যের জন্যে দাম বাড়িয়ে দিয়েছেন। কিন্তু এটা মোটেও উচিত নয়। যে ভাইরাসের কারণে এই অবস্থা তৈরি হয়েছে, তাতে কিন্তু যে কেউ আক্রান্ত হতে পারেন। ফলে সবারই উচিত বিষয়টি মাথায় রাখা।
একই সাথে যারা অনেক বয়স্ক এবং যাদের হয়ে এই খাবার সংগ্রহ করার কেউ নেই খোঁজ পেলে অবশ্যই সেখানে গিয়ে পৌঁছে দিয়ে আসা হবে বলেও উল্লেখ করেন এই মাগুরা হেল্পিং সেন্টারের সদস্য গণ।
Leave a Reply