অগ্রযাত্রা সংবাদঃ
করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধকল্পে জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে মৌলভীবাজার জেলায় সচেতনতামূলক প্রচারভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে সরকারের নির্দেশনা অনুযায়ী মাস্ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে এ প্রচারাভিযান পরিচালনা করা হয়। ২৫ মার্চ ২০২১ খ্রিস্টাব্দ সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেন মৌলভীবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক
মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এসময় কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসন ও জেলা পুলিশের এ সচেতনতামূলক প্রচারাভিযান চলমান থাকবে। আগামী সপ্তাহ থেকে পুনরায় জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে প্রয়োজনে জেলা প্রশাসন কতৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
Leave a Reply