ডিমলা উপজেলা প্রতিনিধিঃস্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে “স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল বাংলাদেশে” উন্নতি হওয়ায় বিভিন্ন কর্মসুচি উদযাপন উপলক্ষে নীলফামারীর ডিমলায় এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজনে প্রস্তুতিমুলক সভা করা হয়।উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।রোকুনজ্জামান রোকন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দীকা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সারোয়ার আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার দাস প্রমুখ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার নুরন্নাহার নুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেজা, উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর জামান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক ইমরুল কায়েস খান রুমি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিথুন চন্দ্র প্রমুখ।এতে বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বরন করে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সচেতনতার কথা তুলে ধরেন।পরে সভাপতির বক্তব্যে শেষে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
Leave a Reply