অগ্রযাত্রা জুড়ী সংবাদদাতা: শনিবার ভোরে মৌলভীবাজারের জুড়ির সীমান্তে ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ) গুলি চালিয়ে এক বাংলাদেশী যুবককে গুলি করে হত্যা করেছে। নিহত বাপ্পা মিয়া (৪০) আব্দুর রউফের ছেলে জুড়ী উপজেলার পূর্বা বাটুলি এলাকার বাসিন্দা। ফুলতলা ইউনিয়ন পরিষদ সদস্য মঈনুদ্দিন জানান, ভোর চারটার দিকে বাপ্পার মরদেহ পুরবো বটুলি এলাকায় কাঁটাতারের বেড়ার অপর পাশে পাওয়া যায়। “বাপ্পা মিয়া গরুর ব্যবসায়ী ছিলেন। তাকে সীমান্তের ওপারে গুলি করে হত্যা করা হয়েছিল বিএসএফের হাতে। পরে তার মৃতদেহ ঘটনাস্থলে ফেলে দেওয়া হয়, ”তিনি আরও জানান। মঈনউদ্দিন বলেন, বিজিবি -২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সিদ্দিকী তাকে বলেছিলেন যে বিজিবি বিএসএফকে এ বিষয়ে একটি চিঠি দেবে। জুড়ি থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply