প্রতিবেদকঃ আসিফ আসনুন
বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে খাবার তৈরির অন্যতম প্রধাণ উপকরণ পেঁয়াজ। তবে গত কয়েক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে বাংলাদেশে। নানা পদক্ষেপের পরও পেঁয়াজের দামের পাগলা ঘোড়ার রাস কিছুতেই টেনে ধরতে পারছে না সরকার। এবার ঘূর্ণিঝড় বুলবুলকে ইস্যু বানিয়ে এই নিত্যপণ্যটির দাম আরেক দফা বাড়িয়ে দিয়েছে এক শ্রেণির ব্যবসায়ী।
গতকাল বুধবার দেশি পেঁয়াজ পাইকারিতে কেজি ১৬৫ ও খুচরায় ১৯০ টাকা দরে বিক্রি হয়েছে, এই দাম দক্ষিণ এশিয়ার মধ্যেও সর্বোচ্চ। জানা গেছে, বাংলাদেশের পর শ্রীলঙ্কায় ১৬০, পাকিস্তানে ১৪০ ও ভারতে ৬০-৬৫ টাকায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে।
বাংলাদেশি ব্যবসায়ীদের ভাষ্য মতে ভারতীয় পেঁয়াজ না আসা পর্যন্ত দাম বাড়বে। যদিও দেশটি থেকে পুরনো ও সংশোধিত ঋণপত্রের (এলসি) পেঁয়াজ ছাড়ের বিষয়ে আগামীকাল শুক্রবার সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে দেশটির বাজারেও পেঁয়াজের দাম চড়া এবং তারাও পণ্যটি আমদানি করছে।
তবে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ মজুদ আছে বলে অনেক মন্ত্রীরাই মন্তব্য কিন্তু কিছু অসাধু ব্যাবসায়ীরা বেশি টাকা লাভের আশায় পেঁয়াজ তাদের মত মজুদ রাখেন এবং বাজারে দাম বাড়ানোর চেষ্টা করেন।
Leave a Reply