পিরোজপুর জেলা প্রতিনিধি :বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে । এ হামলায় কমপক্ষে বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী আহত হয়েছেন।মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে নগরের রুপাতলী এলাকায় এ হামলার ঘটনা ঘটে । আহতরা বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ সকালে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস প্লাটফর্ম ভান্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে বরিশাল বিশ্ববিদ্যাল – এর শিক্ষার্থীদের ওপর মধ্যরাতে শ্রমিক নামধারী সন্ত্রাসীদের বর্বরচিত অতর্কিত হামলার তিব্র নিন্দা জানায় এবং সন্ত্রাসীদের অতিদ্রুত আইনের আওতায় আনার দাবীতে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বেলা ১১ টার দিকে ভান্ডারিয়া শহীদমিনার সরক থেকে ভান্ডারিয়া উপজেলার পর্যন্ত রেলী হয় এবং উপজেলার সম্মুখে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মৌন মিছিল ও মানববন্ধনে বক্তব্য রাখেনঃ অমিত মাহমুদ রাফি, আবির রহমান, তাসনিম আল সানি, সাহদাব হাওলাদার, রিফাত, আশিক।
মৌন মিছিল ও মানববন্ধনে অংশ নেয় ভিন্ন কলেজ ও ভার্সিটির ছাত্র ছাত্রীরা।
Leave a Reply