অগ্রযাত্রা সংবাদ ঃমৌলভীবাজারের কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন ডরমিটরি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আসহাবুল ইসলাম শাওনের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন সীতারাম বীন, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, আব্দুল বাছিত খান, নির্মল এস পলাশ, আহমেদুজ্জামান আলম, সুমন আহমদ।
সভায় শেষে সর্বসম্মতিক্রমে পিন্টু দেবনাথকে সভাপতি ও নির্মল এস পলাশকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
Leave a Reply