মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক প্রদত্ত ৭০ জন ক্ষুদ্র ও নৃ গােষ্ঠীর গরীব ও দৃস্থঃদেরকে ৪ হাজার করে২ লক্ষ ৮০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ ২৭নভেম্বর বিকেল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তন উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বিলকিস বেগম, কমলগঞ্জ থানা অফিসার ইনচার্জ আরিফুর ইসলাম, আওয়ামীলীগের সভাপতি আসলাম ইকবাল মিলন, সহ-সভাপতি ফজলুর হক বাদশা, সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হান্নান, কমলগঞ্জ পৌর মেযর জুয়েল আহমেদ, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান সমাজসেবক ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউনিয়ন চেযারম্যান ইফতিখার আহমেদ বদরুল, বাংলাদেশ ডেইলি ফার্মের ঢাকা বিভাগের সভাপতি একেএম নাজিব উল্ল্যা সাব্বির, পতনউষার ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু প্রমুখ। এসময় স্থানীয় সাংবাদিকও রাজনৈতিক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় এমপি উপজেলার শমসেরনগরে ইউনিয়নের শমসেরনগর চা বাগানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সমাজকল্যাণ পরিষদের ৪ লক্ষ ৭ শত ২৯ টাকা ব্যয়ে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে টেকসই আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নবনির্মিত একটি ঘরের শুভ উদ্বোধন ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
Leave a Reply