কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক পড়ুন সেবা নিন কার্যক্রম চালু করা হয়েছে।
কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে উপজেলার ৪টি পয়েন্টে করোনাভাইরাস মোকাবেলায় এ কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারের প্রবেশমুখে বুথ বানিয়ে পথচারীদের মাস্ক পরা নিশ্চিত করতে ফ্রি মাস্ক বিতরণসহ বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হক।এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, ওসি তদন্ত মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো.সিদ্দেক আলী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা মাস্ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। পরে মাস্কহীন পথচারীদের মধ্যে ফ্রি মাস্ক বিতরণ করা হয়।
Leave a Reply