গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ )প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর বেশি দামে সার বিক্রির অভিযোগে এক সার ব্যবসায়ীকে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার দুপুরে উপজেলা রাধানগর ইউনিয়নের যাতাহারা বাজারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান অভিযানটি পরিচালনা করে তাকে ১০হাজার টাকা অর্থদন্ড দেন।
গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন জানান, উপজেলার রাধানগর ইউনিয়নের যাতাহারা বাজারে বিএডিসি সার ডিলার মতিউর রহমানের বিরুদ্ধে ডিএপি সারের সরকারি মূল্য ৮০০টাকা নির্ধারণ করা থাকলেও ,তিনি সাধারণ কৃষকের কাছে সাড়ে নয়শত টাকা নিয়ে সার বিক্রি করেন এর অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০হাজার টাকা জরিমানা করে এবং পরবর্তীতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে ডিলারশিপ বাতিল করা হবে বলে সতর্ক করে দেন।
Leave a Reply