মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে গ্রাম বাংলা সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত প্রবাসী লেখক, সাংবাদিক রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা মরহুম ইসহাক কাজল এর ৫ম মৃত্যু বার্ষিকী ও গ্রাম বাংলা সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক বাবু সত্যেন্দ্র মোহন দেব এর মৃত্যুতে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শহীদনগর বাজার পতনঊষারে গ্রাম বাংলা সমাজকল্যাণ পরিষদের আয়োজনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
গ্রাম বাংলা সমাজকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুজা মেমোরিয়াল কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল আহাদ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমিন মিল্টন, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসবাউর রহমান চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক এখলাছ উদ্দিন, হিফজুর রহমান বকস, আব্দুর রশিদ ফুল, সোলেমান আহমেদ, সাংবাদিক জয়নাল আবেদীন, আব্দুল বাছিত খান, সমাজ সেবক আনোয়ার খান, মর্তুজ আলী, সুবুধ পাল, জাহাঙ্গীর আহমদ, সমরেশ মোহন দেব প্রমুখ।
Leave a Reply