কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জ উপজেলার একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে। এতে গ্রাহকরা বিদ্যুতহীন হয়ে পড়ছেন। ঘটনাটি ঘটেছে গত ২৮ জানুয়ারি রোববার দিবাগত রাতে পতনঊষার ইউনিয়নের পতনঊষার গ্রামে।
জানা যায়, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের আওতাধীন উপজেলার পতনঊষার গ্রাম থেকে ৫০ কেভিএ ধারণ ক্ষমতা সম্পন্ন বড় একটি ট্রান্সফরমার গত রোববার দিবাগত রাতে চুরি হয়। সোমবার সকালে গ্রামবাসীরা দেখেন খুঁটির নিচে ট্রান্সফরমারের সরঞ্জাম পড়ে আছে। পরে তারা পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনকে খবর দেন।
এ বিষয়ে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মীর গোলাম ফারুক মীর ট্রান্সফরমার চুরির ঘটনা স্বীকার করে বলেন, এ বিষয়ে আমরা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।
Leave a Reply