অগ্রযাত্রা সংবাদ :
সেবা ও উন্নতি দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কমলগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. রফিকুর রহমান।
আলোচনায় অংশ নেন আওয়ামীলীগ নেতা এম. মোসাদ্দেক আহমেদ মানিক, ওসি সঞ্জয় চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আদমপুর ইউপি চেয়ারম্যান আব্দাল হোসেন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, সাংবাদিক শাহীন আহমেদ প্রমুখ।
বক্তরা স্থানীয় সরকারের গুরুত্ব ও সেবা সম্পর্কে আলোচনা করা হয়। মেলায় বিভিন্ন দপ্তরের ষ্টল বসে।
Leave a Reply