অগ্রযাত্রা সংবাদ ঃ
মুখলিস ব্যক্তি কে?
কোন ব্যক্তি জনৈক বুযুর্গকে জিজ্ঞাসা করিল-মুখলিস ব্যক্তি কে? বুযুর্গ উত্তর
দিলেন-মুখলিস ঐ ব্যক্তি, যে স্বীয় সৎকর্ম সমূহকে গোপন রাখে। যেমনি ভাবে
সে স্বীয় অসৎ কর্ম সমূহকে গোপন করিয়া রাখে। অতঃপর জিজ্ঞাসা
করিল-এখলাসের আলামত কি ? উত্তর দিলেন- অন্যে তাহার প্রশংসা করুক ইহা
সে পছন্দ করে না।
আল্লাহর বিশেষ বান্দার পরিচয়:
কোন এক ব্যক্তি হযরত যুনুন মিসরীকে জিজ্ঞাসা করিল-আল্লাহর প্রিয় খাছ বান্দার
পরিচয় কি? তিনি উত্তর দিলেন- আল্লাহর খাছ বান্দার পরিচয় লাভের নিদর্শন
চারটি-
(১) আল্লাহর খাছ বান্দা আরাম আয়েশ বর্জন করে ।
(২) তাহার কাছে কম বেশী যাহা কিছু আছে, তাহা হইতে একাংশ আল্লাহর
রাস্তায় খরচ করে।
(৩) স্বীয় পার্থিব সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার উপর খুশী থাকে ।
(৪) কেহ তাহার প্রশংসা করুক বা কেহ তাহাকে তিরস্কার করুক-উভয়ই তাহার
দৃষ্টিতে সমান ।
রিয়াকার ব্যক্তির আলামত চারটি
(১) লোক চক্ষুর অন্তরালে সৎকাজে অবহেলা করে।
(২) মানুষের সামনে পূর্ণ উদ্যম ও আগ্রহের সাথে আমল করে ।
(৩) যে কাজে মানুষ প্রশংসা করে সে কাজ বেশী বেশী করে ।
(৪) যে কাজে তাহাকে মন্দ বলা হয় সে কাজ অতি অল্প করে।
তিনটি বিষয় আমলের জন্য দূর্গ স্বরূপ-
(১) এইরূপ বিশ্বাস রাখা যে, আমলের তাওফীক আল্লাহর পক্ষ হইতে হয়।
(যাহাতে গর্ব ও অহংকার না জন্মে)
(২) প্রতিটি আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করা। (যাহাতে প্রবৃত্তির চাহিদা
বাধাপ্রাপ্ত হয়)
(৩) আমলের প্রতিদান ও বিনিময় শুধুমাত্র আল্লাহর কাছেই চাওয়া। (যাহাতে
অন্তর থেকে রিয়া এবং লোভ দূরীভূত হইয়া যায়)
সুত্র: তাম্বিহুল গাফিলীন
Leave a Reply