অগ্রযাত্রা সংবাদ ঃ
পবিত্র মীলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ও ৩,নং মুন্সিবাজার ইউপি তালামীযের র্যালি অনুষ্ঠিত হয়। ৪ নভেম্বর বিকালে কবির আহমদ ও হাফিজ ইমরান আহমদ এ-র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের পরিচালনায় র্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি মাওলানা মকবুল হোসেন খাঁন, প্রধান বক্তার বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা তালামীয এর সভাপতি হাফিজ শফিকুল ইসলাম বুলবুল,বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা তালামীয এর সাধারণ সম্পাদক হোসেন সাইদুল ফয়সল, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ এর সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম ফারুক,
উত্তর বাজার মুন্সিবাজার বায়তুন নূর সুন্নি জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা এম এ শহিদ, কমলগঞ্জ উপজেলা জামে মসজিদ এর সাবেক ইমাম ও খতিব মাওলানা হাফিজ এবাদুর রহমান ,কমলগঞ্জ উপজেলা আল ইসলার সদস্য মাওলানা আব্দুস শুকুর, সদস্য ক্বারি আলাউর রাহমান, কমলগঞ্জ উপজেলা তালামীয এর সহ সাধারণ সম্পাদক আব্দুস সামাদ রাফি, সাংগঠনিক সম্পাদক সায়েক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ ক্বারি আলমাছুর রহমান, সহ অফিস সম্পাদক শিফন আহমদ, সহ প্রশিক্ষন সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম রুমন, কমলগঞ্জ পৌর তালামীযের সাধারণ সম্পাদক তৌহিদ আহমদ,উপজেলা তালামীযের সাবেক দায়িত্ব শিল আব্দুল করিম, রহিমপুর আল ইসলার সাবেক সভাপতি হাফিজ আব্দুর রহমান, রহিমপুর আল ইসলার সহ সভাপতি হাফিজ ক্বারি আউয়াল হোসেন,তালামীযে ইসলামিয়া মুন্সিবাজার আঞ্চলিক শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা সালাহ উদ্দিন খাঁন, পরান্দর জামে মসজিদ এর ইমাম মাওলানা আব্দুল মুকিত কাপতান, মইদাইল হাফিজি মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মুজাম্মেল হোসেন,২নং পতনউষার ইউপি তালামীযের এর সভাপতি আলমগীর হোসেন এমদাদ সাহেব,প্রমুখ। আলোচনা সভা শেষে একটি র্যালী মুন্সিবাজারের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। র্যালী শেষে হাফিজ আব্দুর রহমানের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply