মৌলভীবাজার প্রতিনিধি ঃ
মৌলভীবাজার জেলার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের সনন্দপুর গ্রাম থেকে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তির নাম ময়না রবি দাস (৫৬)। সে আখাইকুড়া ইউনিয়নের সানন্দপুর গ্রামের মৃত ননুয়া রবিদাস এর ছেলে।
৩০ অক্টোবর শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল আখাইলকুড়া ইউনিয়নের সনন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান বলেন ৫০০ গ্রাম গাঁজাসহ ময়না রবিদাস নামের এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি টিম।আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আরো জানান,মৌলভীবাজার জেলাকে মাদক মুক্ত করতে ডিবি পুলিশের অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply