মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের বড়ধামাই গ্রামের মৃত মজমিল আলীর ছেলে প্রবাসী আত্তর হোসেন বটই (৬৫) বৃহস্পতিবার (১৪/১০) রাত ৮ টা ২০ মিনিটে নিজ বাড়ীতে ইন্তেকাল হয়েছেন।
এ সংবাদ শুনে তারই চাচাত্ব ভাই নয়া বাজারের ব্যবসায়ী দ্বহপাড়া গ্রামের মৃত মখরম আলীর ছেলে হাবিবুর রহমান (৭০) হার্ট অ্যাটাক হয়ে রাত ১১টা ৪০ মিনিটে নিজ বাড়ীতে তিনিও ইন্তেকাল হন (ইন্না লিল্লাহি…রাজিয়ুন)।
পরে শুক্রবার (১৫/১০) সকাল ১১টায় নয়াবাজার ফাজিল মাদরাসা মাঠে দু’জনের জানাযা এক সাথে অনুষ্ঠিত হয়।
এতে হাজারো জনতা জানাযায় অংশগ্রহণ করে শোক প্রকাশ করেন।
Leave a Reply