অগ্রযাত্রা সংবাদ ঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ২০০ জন দুস্থ, হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ।
কমলগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, পৌরসভার কাউন্সিলর ছাদ আলী, বখতিয়ার খান, আনসার শোকরানা মান্না, সৈয়দ জামাল হোসেন, মহিলা কাউন্সিলর শিউলি আক্তার শাপলা প্রমুখ।
Leave a Reply