অগ্রযাত্রা সংবাদঃ মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের দর্শনীয় স্থান চা- বাগান এলাকা মৌলভী টি এস্ট্রেট আইডিয়াল স্কুলে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকমন্ডলী, অত্যাধুনিক ও
নান্দনিক অবকাঠামো, খেলাধুলার জন্য সুবিশাল খেলার মাঠ ও নিরাপদ “কিডস জোন”, শিক্ষকদের Formative
Lesson Plan প্রতিদিন যথাযথ কর্তৃপক্ষের নিকট জমা দিয়ে ক্লাসে প্রবেশের ব্যবস্থা,
নিরবিছিন্ন বিদ্যুৎ সুবিধা (সৌর বিদ্যুৎ ও উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর), মেধা বিকাশের জন্য প্রতি অধ্যায় শেষে সাপ্তাহিক, মাসিক ও ত্রি-মাসিক পরীক্ষা, গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা। স্কুলের রয়েছে নানাবিধ সুযোগ সুবিধাসহ শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষাদানে নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্টান হিসাবে সুনাম অর্জন করেছে এ প্রতিষ্টানটি। স্থানীয় একাধিক লোকজন প্রতিষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে বলেন- আমরা সকলেই চাই লেখাপড়া করে আমার সন্তান সমাজের পূর্ণ সদস্য হতে এবং দ্রুত পরিবর্তিত বিশ্বে সাফল্য অর্জন করতে, আজ গণনা, পড়া এবং লেখার ক্ষেত্রে প্রাথমিক দক্ষতা অর্জনের পক্ষে যথেষ্ট নয়। তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য, একজন যুবকের সেই সকল ক্ষেত্রে বিস্তৃত প্রাথমিক জ্ঞান অর্জন করা দরকার যা সমাজে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে।
আধুনিক বিদ্যালয়টি একটি উচ্চ-প্রযুক্তি শিক্ষামূলক কমপে-ক্স যেখানে প্রযুক্তিগত শিক্ষাদানের সরঞ্জামগুলি একাডেমিক শাখাগুলি শেখানোর জন্য নতুন প্রযুক্তির সাথে সংযুক্ত করা হয়। এমনি এক
আধুনিকতায় ভরপুর মৌলভী টি এস্টেট আইডিয়াল স্কুল। দর্শনীয় স্থান হলো মৌলভীবাজার চা বাগান,প্রতিদিন এখানে অনেক পর্যটক চা বাগান দেখার জন্য আসেন,সবুজে ঘেরা পাহাড় বেষ্টিত
অপরুপ সুন্দর এই চা বাগান।
এরই মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মৌলভী টি এস্টেট আইডিয়াল স্কুল। এ ব্যপারে জানতে চাইলে মৌলভী টি এস্ট্রেট আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক এ.কে.এম মাহবুব আলম অগ্রযাত্রা সংবাদকে বলেন- বাগানের ভিতরে ট্রাষ্ট পরিচালিত এ প্রতিষ্টানটি ২০২০ সালে প্রতিষ্টিত হয়। শিক্ষার্থী এবং অভিবাবকদের চাহিদা পূরণ করতে চেষ্টা করছি। এখানে রয়েছেন দক্ষ শিক্ষক মন্ডলী।
Leave a Reply