মোঃ আজিজুল ইসলাম::কুলাউড়ায় কুতবুল আউলিয়া শাহ্ ছুফী আলহাজ্ব হযরত মাওলানা মনছব আলী ছাতাপীর (র.) এর ২০ তম ও শাহ্ ছুফী মোঃ দরবেশ আলী (র.) এর ইসালে সওয়াব উপলক্ষে আজিমুশ্বান জলসা অনুষ্ঠিত হবে। রবিবার (২১ মার্চ) বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত গৌড়করন হযরত ছাতাপীর (র.) ছাহেব বাড়ি মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী।বিশেষ অতিথি খলিফায়ে ফুলতলী হযরত মাওলানা আব্দুশ শুকুর চৌধুরী, প্রধান বক্তা দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা ওসমান গনি সালেহী। এছাড়াও দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ ওয়াজ করবেন। আজিমুশ্বান জলসার সভাপতি মাওলানা আব্দুস শুকুর সরকুম জানান, প্রতিবছরের ন্যায় এবারও শত শত মুরিদিন-মুহিব্বিন ও ধর্মপ্রাণ মুসলমান গৌড়করন ছাহেব বাড়িতে ঈসালে সওয়াব মাহফিলে সমবেত হবেন। মাহফিলকে সুন্দর ভাবে সফল করার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি সর্বস্থরের জনসাধারনকে মুবারক মাহফিলে যোগদানের আহবান জানান।
Leave a Reply