

মতার হৃদয় হবে ফাঁপা — অন্তঃসার শূন্য
যে প্রবঞ্চনা করে — প্রতারণা করে মানুষের সাথে।
পূর্ণ করো তোমার প্রতিশ্রুতি সততা ও বিশ্বাসে
তাহলেই তুমি মানবিক সৃষ্টির সেরা বিবেচনায়।
কাউকে বঞ্চিত করে সুখী হবার চেষ্টা করলে
কিংবা কারো অধিকার খর্ব করলে তুমি মানুষ নও
দীর্ঘশ্বাস ফেলেই কাটবে তোমার সারাজীবন
ক্ষতবিক্ষত হবে তোমার হৃদয়।
আস্থার অবনতি হওয়াও এক অভিশাপ
বিপর্যয় আনে মানবসভ্যতায়
দূরত্ব সৃষ্টি করে স্বপ্ন ও মানুষের মাঝে।
লিখেছেন, মোঃ বদরুল ইসলাম
২২-১১-২৫ ইং
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।
Leave a Reply