
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে ‘মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্টির দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব’ প্রকল্পের মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত ও চা জনগোষ্টির অভিগম্যতা বিষয়ক এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা বিআরডিবি হলরুমে নাগরিক উদ্যোগ এর আয়োজনে “আমাদের সংগ্রাম আমাদের মর্যাদা আমাদের মুক্তি” এই শ্লোগানকে সামনে রেখে প্রজেক্ট অফিসার পরিমল সিং বারাইকের সভাপতিত্বে ও ফিল্ড কো- অর্ডিনেটর জিয়ানা মাদ্রাজীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মো. ইউসুফ মিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার হাবিবুর রহমান, লেখক ও গবেষক আহমদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি পিন্টু দেবনাথ, উপজেলা মহিলা বিষয়ক প্রতিনিধি মো. তোফায়েল হোসেন ।
এসময় উপস্থিত ছিলেন শব্দকর সমাজের প্রতিনিধি প্রতাপ চন্দ্র কর, সৌরভ বীন, মনি গোয়ালা, সুমন রবিদাস, রাজীব বৈদ্যসহ আরো প্রমুখ। অনুষ্ঠানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিভাবে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় এ বিষয়ে সরাসরি সরকারি কর্মকর্তাদের সাথে আলোচনা করা হয়।
Leave a Reply