

সাদা মনে কাউকে বিশ্বাস করলে ঠকতে হয়
ঠোঁটে মিষ্টি হাসির রেখা দেখলেই গলে যাই
বিশ্বাস করেই মনটা হারিয়ে ফেলি।
কেউ একটু আদুরে সুরে কিছু চাইলে
যতই কষ্ট হোক দেবার চেষ্টা করি,
মুখের ওপর মানা করতে পারি না।
কেউ কোনো দুঃখের কথা ভাগাভাগি করলে
তার কথা ভাবতে গিয়ে নিজের বিপদ ডেকে আনি।
নরম মন যার — তার বিড়ম্বনা প্রতি পদে পদে
জোটে অপবাদ নিন্দা সমাজে,
শেষে মনে মনে নির্জনে একাকী থাকা বিষাদে।
লিখেছেন: মোঃ বদরুল ইসলাম
মুন্সীবাজার
কমলগঞ্জ
মৌলভীবাজার।
Leave a Reply